Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কনকনে শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

এম আমির হোসেন, চরফ্যাশন (ভোলা) থেকে : আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে ঘিরে পৌরবাসী মধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। কনকনে শীতে বসে নেই প্রার্থীগণও। যোগ্যপ্রার্থীকে ভোট দিতে পৌরবাসী এখন বিভিন্ন চিন্তায় মগ্ন রয়েছেন। কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে সে নিয়েও ভাবছেন পৌর ভোটারগণ। বিগত দিনের নির্বাচন থেকে এবার নির্বাচন কার্যক্রম রয়েছে আলাদা। সরাসরি নৌকা-ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন পৌরবাসীরা। নির্বাচনে গ্রহণযোগ্যের বিষয়টিও বিবেচনা আনতে চেষ্টা চলছে। এবার অন্যকোন প্রার্থী ছাড়াই শুধু আ.লীগ-বিএনপি’র প্রার্থীগণ সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পৌর আ.লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ এবং বিএনপির প্রার্থী সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ। ভোলার চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ইতিপূর্বে প্রত্যেক প্রার্থীরই মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনে লড়বেন পৌরসভার ১নং ওয়ার্ডে আলাউদ্দিন মাতাব্বর, আবুল খায়ের নাজু, মাকসুদুর রহমান আমিন, সাবেক কাউন্সিলর মহিউদ্দিন, ইকবাল আমিন, জাতীয় পাটির সমর্থিত মিজানুর রহমান। ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম কিষান, মো. সামছুদ্দিন, মো. অহিদুর রহমান অহিদ, মো. জসিম উদ্দিন হাওলাদার, মফিজুর রহমান মফিজ। ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর দিবাকর হালদার, মো. সিরাজুল ইসলাম, মো. ইউনুছ ও মো. মঞ্জু বাতান। ৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সবুজ। ৫নং ওয়ার্ডে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. জাকির হোসেন, মো. মাহাবুব আলম মজনু মাস্টার, আকবর হোসেন, মো. গিয়াস উদ্দিন ও মো. ইউনুছ ম্যালেটারী। ৬নং ওয়ার্ডে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কুতুব, সাবেক কাউন্সিলর জহির রায়হান ও মো. আবুল কালাম আজাদ। ৭নং ওয়ার্ডে ফখর উদ্দিন আল মামুন, দাইমুদ্দিন হাওলাদার, তরিকুল ইসলাম (মিলন), এনায়েত উল্লাহ ও মো. বাবলু। ৮নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাহের ভূঁইয়া ও সাবেক কাউন্সিলর যুবদল নেতা মো. জাহিদুল ইসলাম রাসেল। ৯নং ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঞ্জু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মতিন মোল্লা, যুবলীগ নেতা জোবায়ের হোসেন পাটওয়ারী, এমদাদুল হক, মো. কামাল হোসেন ও নুরুল ইসলাম মাঝি। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ ওয়ার্ড (১, ২ ও ৩নং) এর পারভীন বেগম, ফাতেমা খাতুন, ফরিদা পরভীন ও সুফিয়া খাতুন। সংরক্ষিত ওয়ার্ড-২ (৪, ৫ ও ৬নং) বিবি হাজেরা, মোসা. শাহিনা বেগম, সাবেক মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার (খুকু), শেফালী বেগম, হাওয়ানুর বেগম ও রেজওয়ানা পারভীন। ওয়ার্ড-৩ (৭, ৮ ও ৯নং) সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ও খাদিজা বেগম। গত বুধবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২টি মনোনয়ন পত্রের মধ্যে ১২টি এবং পুরুষ কাউন্সিলর পদে ৪১টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৩৯টি মনোনয়নপত্র রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খানের কাছে দাখিল করা হয়েছে। সকল মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় করে গড়ে তোলবে কয়েকটি ওয়ার্ড। ১নং ওয়ার্ডে জাতীয় প্রার্থী সমর্থিত মিজানুর রহমান ৮নং ওয়ার্ডের বিএনপির সমর্থিত জাহেদুল ইসলাম রাসেল ছাড়া বাকি সকল কাউন্সিলরগণ রয়েছে আ.লীগ সমর্থিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনকনে শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ