নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২য় টেস্ট ২য় দিন
টস : বাংলাদেশ, শেরে বাংলা স্টেডিয়াম
বাংলাদেশ ১ম ইনিংস : ১ম দিন শেষে ৩০৩/৫ (মুমিনুল ১৬১, মুশফিক ১১১*; জার্ভিস ৩/৪৮)
রান বল ৪ ৬
মুশফিক অপরাজিত ২১৯ ৪২১ ১৮ ১
তাইজুল ক চাকাভা ব জারভিস ৪ ১০ ০ ০
মাহমুদউল্লাহ ক চাকাভা ব জার্ভিস ৩৬ ১১০ ৩ ০
আরিফুল ক চারি ব জার্ভিস ৪ ১৮ ১ ০
মিরাজ অপরাজিত ৬৮ ১০২ ৫ ১
অতিরিক্ত (বা ৯, লেবা ৮, নো ৩, ও ১) ২১
মোট (৭ উইকেট, ১৬০ ওভারে) ৫২২ডি.
উইকট পতন : ১-১৩ (ইমরুল), ২-১৬ (লিটন), ৩-২৬ (মিথুন), ৪-২৯২ (মুমিনুল), ৫-২৯৯ (তাইজুল), ৬-৩৭২ (মাহমুদইল্লাহ), ৭-৩৭৮ (আরিফুল)।
বোলিং : জারভিস ২৮-৬-৭১-৫, চাতারা ২২.২-১২-৩৪-১, তিরিপানো ২৪.২-৬-৬৫-১, সিকান্দার ২২-১-১১১-০, উইলিয়ামস ৩০-৪-৮০-০, মাভুতা ৩১-১-১৩৭-০, মাসাকাদজা ২-০-৭-০।
জিম্বাবুয়ে ইনিংস রান বল ৪ ৬
মাসাকাদজা ক মিরাজ ব তাইজুল ১৪ ৪৪ ২ ০
চারি ব্যাটিং ১০ ৪৮ ০ ০
তিরিপানো ব্যাটিং ০ ১৬ ০ ০
অতিরিক্ত (বা ১) ১
মোট (১৮ ওভার, ১ উইকেট) ২৫
উইকেট পতন : ১-২০ (মাসাকাদজা)।
বোলিং : মুস্তাফিজ ৬-৪-১১-০, খালেদ ৫-৩-৬-০, তাইজুল ৫-৩-৫-১, মিরাজ ২-১-২-০।
*দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।