প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুভজনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভজন পদক ২০১৮ পাচ্ছেন বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ার। শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠণ শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে ৬ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৭ম বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজন’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, শুভজন পদক-২০১৮ প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। মানবিক মানুষ চাই প্রত্যয় নিয়ে শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলনে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিগত ৫ বছর ধরে প্রবর্তিত হয়েছে শুভজন পদক। দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মানের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশী নাগরিক বা বাংলাদেশী বংশদ্ভুত বিদেশী নাগরিকগণকে প্রতি বছর এক বা একাধিক ব্যক্তিকে শুভজন পদক প্রদান করা হয়। পদক প্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়। এ পর্যন্ত শুভজন পদক পেয়েছেন কবি আসাদ চৌধুরী (২০১৪), কামাল লোহানী (২০১৫), কবি কাজী রোজী এমপি (২০১৬), ড. আতিউর রহমান (২০১৭)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।