Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রীর জামাই পৌর মেয়র মিন্টু মনোনয়ন সংগ্রহ করেছেন

স্টাফ রিপোর্টার ,পাবনা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ৬:১১ পিএম

পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে ভূমিমন্ত্রী ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডুলু এমপির আসনে তাঁর জামাই ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে এই আসনে মোট ১৫ জন আ’লীগের মনোনয়ন সংগ্রহ করলেন। ভূমিমন্ত্রীর জামাতা মনোনয়ন সংগ্রহ করায় মন্ত্রী বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে অনেকের ধারণা । শ্বশুর-জামাইয়ের মধ্যে কয়েক মাস আগে চলমান বিরোধ থেমে যায়। আবার চাঙ্গা হয়ে উঠছে কিনা এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এই গৃহদাহ আবহ তৈরি হচ্ছে কিনা এ নিয়েও বিভিন্ন স্থানে আলাপ-আলোচনা চলছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি মনোনয়ন সংগ্রহ নিয়ে বলেছেন, দলের মনোনয়ন সংগ্রহ যে কোন ব্যক্তিই করতে পারেন । তিনি এটা গৃহদাহ হিসেবে দেখছেন না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ