Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে প্রবাসী

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দীর্ঘদিন বিদেশে কষ্টার্জিত অর্থ দিয়ে খুলনার দক্ষিণ কাশিপুর বড় মসজিদের পিছনে জমি (এল সি নং-৪০) কিনেছিলেন প্রবাসী আহম্মদ গাজী। তার প্রতিবেশী মনিরুজ্জামান মনি তার জমিতে রাস্তা করে দেয়ার কথা বলে প্রায় ২ লাখ টাকা নেয়।
কিন্তু দীর্ঘ দিন ধরে রাস্তা না করে একথা সেকথা বলে ঘুড়াতে থাকে। অনেক দিন ধৈর্য্য ধরার পর রাস্তার আশা ছেড়ে দিয়ে প্রবাসী আহম্মদ গাজী তার দেয়া ২ লাখ টাকা চাইতে গেলে তাকে উল্টো মামলা ও পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে। সমাধানের অনেক চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। তাই নিরুপায় হয়ে খালিশপুর থানায় অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের আশ্বাস দেয় পুলিশ। পুলিশ কয়েকবার মনিরুজ্জামান মনিকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও মনি থানায় উপস্থিত হয়নি। তিনি এ ব্যাপারে উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ