বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের কড়াইল-স্বল্পবড়টিয়া গ্রামে রেহেনা বেগম (কুলসুম) নামের এক বৃদ্ধা থাকার ঘরের অভাবে খোলা আকাশের নিচে পলিথিনের তাঁবুর ভেতর চব্বিশ দিন আশ্রয় নিয়েছিলেন। গবাধি পশুগুলোও ছিল তার পাশে। নানা শ্রেণির মানুষ কুলসুমের ঘরটি দেখতে গেলেও কারও মানবিক নাড়া পড়তে দেখা যায়নি। রোদের তাপ, শীতের উষ্ণতা আর বৃষ্টির ফোটা সহজেই ভেতরে যেত। নিরাপত্তা ছিলনা বলেই চলে। এমন চিত্র নিয়ে গত ১ নভেম্বর প্রতিবেদন প্রকাশ পায় দৈনিক ইনকিলাবে। ইনকিলাবে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ওই বৃদ্ধার জন্য একটি ঘরের ব্যবস্থ্যা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাদিরা আখতার, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম সাচ্চু, আটিয়া ইউপি চেয়ারম্যার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক, জেলা পরিষদের সদস্য হামিম কায়েস বিপ্লবের সহযোগিতায় সেই কুলসুম এখন পলিথিনের তাঁবু ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিজের জন্য একটি ঘর পেয়েছেন। রবিবার কুলসুম নিজের নতুন ঘরে উঠেছেন। পলিথিনের তাঁবুর জায়গায় ঘরটি বাস্তবায়ন হতে সহযোগিতা করেছেন ইউপি ওয়ার্ড সদস্য আরিফুর রহমান ও দেউলী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক চকতৈল গ্রামের মোশারফ বাপ্পি।
কুলসুম জানান, আমরা খোলা আকাশের নিচে ছিলাম। আল্লাহ আমাদের থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। অস্থায়ী পলিথিনের তাঁবু ছেড়ে নতুন ঘরে এসেছি। যাদের সহযোগিতায় নতুন ঘরের ব্যবস্থা হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন কুলসুম বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাদিরা আখতার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছি। তবে উপজেলা প্রশাসনের পাশাপাশি আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকসহ অনেকেই সহযোগিতা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।