Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জামিআ রাহমানিয়ার ফারেগীনদের দেশ-জাতি গঠনে ভূমিকা রয়েছে -মাওলানা মাহফুজুল হক

১৭ নভেম্বর ফুযালা সম্মেলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জামিআ রাহমানিয়ার প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, এ প্রতিষ্ঠানের ফারেগীনদের দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা সারাদেশে শিক্ষা, সমাজ উন্নয়ন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল দ্বীনি তৎপরতা, ধর্মীয় ভাবাবেগ প্রতিষ্ঠা ও দেশ-জাতির খেদমতে ভূমিকা পালন করে যাচ্ছে। রাহমানিয়া মাদরাসার সেসব মর্দে মুমিনদের একত্র করে তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করার লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর মুহাম্মদপুরস্থ তাজমহল রোড ঈদগাহ মাঠে সকাল ৯ টায় উপস্থিত হয়ে ফারেগীন (ফুযালা) সম্মেলন সফল করার জন্য ফুযালাদের প্রতি আহবান জানান। গতকাল রাহমানিয়া মিলনায়তনে আয়োজিত ফুযালা সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সিফাতুল্লাহ, মাওলানা তালহা, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ