পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ্ আতাউল্লাহ বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর বহু দিনের প্রত্যাশা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। কিন্তু এখনো সে পরিবেশ সৃষ্টি হয়নি। উপরন্তু নির্বাচন কমিশন কর্তৃক তরিগরি করে তফসিল ঘোষণা জাতিকে হতাশ করেছে। এ ঘোষণা বহু প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। নির্বাচন পিছানোর দাবি জানিয়ে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা ইসির দায়িত্ব।
তিনি আরো বলেন, প্রার্থীদের সিভি সংগ্রহে বাধ্য করে নির্বাচন কমিশন প্রার্থীদের নির্বাচনে অংশ গ্রহন বাধাগ্রস্থ করছে। নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তা বাধ্যতা মূলক ছিল না। তিনি এ আইন বাতিল করার দাবি জানান।
গতকাল সকালে সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা আব্দুল মান্নান, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা ফিরোজ আশরাফী, আলহাজ আব্দুর রকিব, হাফিজুর রহমান সরদার, সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা, ডা. মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।