Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোহেমিয়ান রাপসোডি

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্রায়েন সিঙার পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা ফিল্ম ‘বোহেমিয়ান রাপসোডি’। ‘এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স’ (২০১৬) ‘এক্স-মেন : ডেজ অফ ফিউচার পাস্ট’ (২০১৪), ‘জ্যাক দ্য জায়েন্ট স্লেয়ার’ (২০১৩), ‘লোগ্যান’স রান’ (২০১২), ‘ভ্যালকাইরি’ (২০০৮), ‘সুপারম্যান রিটার্নস’ (২০০৬), ‘এক্সটু : এক্স-মেন ইউনাইটেড’ (২০০২) এবং ‘অ্যাপ্ট পিপল’ (১৯৯৮) সিঙার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র।

ব্রিটিশ রক ব্যান্ড আর তার কিংবদন্তী গায়ক ফ্রেডি মারক্যুরির (রেমি মালেক) গল্প। ফ্রেডি যেভাবে একজন সাধারণ গায়ক থেকে বিশ্বখ্যাতি পেলেন রক সঙ্গীতের দুনিয়াতে তিনি আর তার ব্যান্ড একসময় স্বতন্ত্র হয়ে প্রতিষ্ঠিত হয় তারা পরিণত হয় বিশ্বের সবচেয়ে নন্দিত আর দর্শকপ্রিয় এন্টারটেইনারদের অন্যতম। এই গল্পে তাদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো সৃষ্টি আর তার পেছনের ঘটনাগুলো প্রকাশ করা হয়েছে। লাইভ এইডে তাদের পুনর্মিলন আর পারফরমেন্সকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। ফ্রেডির এইডসে আক্রান্ত হওয়া এবং মৃত্যু এবং সবশেষে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হবার অনুক্রম এসেছে এই গল্পে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোহেমিয়ান

১২ নভেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ