Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের মনোয়ন ফরম নিলেন সাবেক মেয়র মনজুর আলম

চট্টগ্রাম নগরীর (ডবলমুরিং-পাহাড়তলী) আসন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরীর একটি আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। তিনি চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নৌকার প্রার্থী হতে আগ্রহী। এ প্রসঙ্গে এম মনজুর আলম গতকাল (রোববার) দৈনিক ইনকিলাব প্রতিবেদককে জানান, আমি মানুষের সেবা ও কল্যাণে করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে আমাকে দলের মনোনয়ন দিলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সেবার এ পরিধি আরও বাড়াতে পারব। জনকল্যাণে আমার যে প্রচেষ্টা তা আরও সম্প্রসারিত হবে। গণমানুষের সেবা করাই আমার উদ্দেশ্য।
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চাচাতো ভাই আবুল কালাম আজাদ। ২০১০ সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি টানা আটবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন তিনি। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে জনহিতকর কর্মকাণ্ডের সাথে জড়িত এম মনজুর আলম। তার পরিচালিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নগরী এবং দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, চিকিৎসা ও সমাজ সেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ