Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় হাফেজি মাদাসার উদ্বোধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল ও সাধারণ শিক্ষার ব্যবস্থা রেখে বগুড়া সদরের নামুজার নিভৃত পল্লীতে একটি নতুন মাদরাসার নবযাত্রা শুরু হল। গতকাল বগুড়া সদরের নামুজা ই্উনিয়নের নিভৃত পল্লী ভান্ডারী পাড়ায় ‘রহিমা দারুল সুন্নাহ কোরআন বহুমুখী হাফেজি মাদরাসা’ নামক সদ্য স্থাপিত এই মাদরাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে মাদরাসা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেণ সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন।

মাদরাসার অন্যতম উদ্যোক্তা আজিজুল ইসলাম বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন টিএমএসএসের পরিচালক (এইচ আর এডমিন) শাহজাদী বেগম, এনজিও সংস্থা নিডোর নির্বাহী পরিচালক রোটা. রফিকুল ইসলাম ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। সভায় উদ্যোক্তারা জানান, মাদরাসাটিতে দরিদ্র ও এতিমদের বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার বিশেষ সুযোগ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজি মাদাসার উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ