বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের পুরানবাজার থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজের নেতৃত্বে যৌথ অভিযানে পুরাণবাজার ঘোষপট্টি এলাকার শাহজালাল বেপারীর ভাই ভাই পলিথিন স্টোরের ৩টি গোডাউন থেকে প্রায় ২শ’ ৮০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মডেল থানায় জিডি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ জানান, পুরাণবাজারে কয়েকটি গোডাউনে বিক্রয় নিষিদ্ধ পলিথিন রয়েছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করে এগুলো বিক্রয় নিষিদ্ধ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট কাজী সুমন জানান, জব্দকৃত পলিথিন বিক্রয় নিষিদ্ধ। অভিযানে অনুমানিক ২শ’ ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।