Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা ঐক্যফ্রন্টের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১:৪০ পিএম | আপডেট : ১:৫৮ পিএম, ১১ নভেম্বর, ২০১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দুপুর ১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষে এসব ঘোষণা দেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের যে ৭ দফা আমরা এর মধ্যে দিয়েছি সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেবার দাবি। আমারা নির্বাচনের বর্তমান ঘোষিত তফসিল বাতিল করে একমাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি জানান। সেই ক্ষেত্রেও কর্তমান সংসদের মেয়াদকালেই নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, এসব দাবি আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। নির্বাচনে অংশ্রগ্রহণ করাকে আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করছে ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন।



 

Show all comments
  • শওকত আকবর ১১ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম says : 0
    নির্বাচনে অংশ নিবে ঐক্যজোট শুনে ১ খেয়া ঘাটের মাঝি বৈঠা চালানো বন্ধ রেখে মুচকি হেঁসে বললেন, আলহামদুলিল্লাহ | মনে হয়েছিল হারানো মানিক কিংবা কোন বুকের ধন তিনি খুজেঁ পেয়েছেন | বয়ঃবির্ধ্ব মানুষটি অকপটে বললেন কোন দল করি না | তবে সকল দল নির্বাচন করলে আমাদের আনন্দ লাগে |খেয়াপার করে খেতে হবে জানি| তবু দেশটা যদি শান্ত থাকে তবেই শান্তি| খেয়াঘাটের মাঝি ভাইয়ের এসব কথা শুনে আমি একেবারে আক্কেল গুডুম | হায়রে দেশের ভোগবিলাসি চানক্য রাজনীতি ??এইসব খেটে খাওয়া মানুষরাই ক্ষমতার উৎস| এরাই যাকে ইচ্ছা ক্ষমতায় বসায় |||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ