Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে হত্যামামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদী শহরের বহুল আলোচিত যুবদল নেতা মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিশাল (২২) গতকাল রাতে প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। জানা গেছে, ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর গোরস্তান এলাকা থেকে আলোচিত মুরাদ হত্যামামলার পলাতক আসামি বিশালকে (২২) গত শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটির সময় নিহত মুরাদের আত্মীয়স্বজনেরা ধরে এনে ঈশ্বরদী নিউকলোনি মিজানের মোড়ে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ বিশালকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্ক্যাজনক হওয়ায় দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাওয়ার সময় পথিমধ্যে রাত আনুমানিক ১১টার সময় তার মৃত্যু ঘটে। নিহত বিশাল ফতেমোহাম্মদপুর এলাকার আবু বাকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লিখিত ঘটনার সময়ে একটি মোটরসাইকেলে চারজন যুবক লোকো গোরস্তান এলাকা থেকে দ্রæত গতিতে বাজার অভিমুখে যাওয়ার সময় মোটরসাইকেলের মাঝ থেকে নিহত বিশাল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। কিন্তু সে সময় তার আর্তচিৎকারে কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে মিজানের মোড় নামক স্থানে মোটরসাইকেল থামিয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বিশালকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা বিশালকে ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। পুলিশ তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রমজান আলী জানান, নিহত বিশাল যুবদল নেতা মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। বিশালের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ই জুন একদল কুখ্যাত সন্ত্রাসী পৌর যুবদল নেতা মুরাদকে নির্মমভাবে প্রকাশ্য দিনের আলোতে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ ১০ মাস ২০ দিনের মাথায় মুরাদ হত্যা মামলার পলাতক আসামি বিশাল প্রতিপক্ষের হাতে নিহত হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরদীতে হত্যামামলার আসামিকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ