Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া দেশে খুনের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন-শাজাহান খান

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : অতীতের সকল খুনিদের একত্রিত করে খালেদা জিয়া দেশে খুনের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে মংলা বন্দরের ১০৪ কোটি টাকা ব্যায়ে ভারতের ঋণের আওতায় দেয়া কাটার সেকশন ড্রেজার সিডি ইমাম সাফি উদ্ধোধন কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন দেশব্যাপি নৌযান মালিকদের ধর্মঘট অযৌক্তিক। দু-এক দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মদ বলেন বর্তমান সরকারের সহযোগিতায় মংলা বন্দরে তিন মন্ত্রণালয় এক সঙ্গে উন্নয়ন কাজ করে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া দেশে খুনের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন-শাজাহান খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ