Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হজ অফিস চালুর দাবি

হজযাত্রী কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রামের পাহাড়তলীতে অবিলম্বে হাজ অফিস চালুর দাবী জানিয়েছে হজযাত্রী কল্যাণ পরিষদ। গতকাল এক বিবৃতিতে
হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব প্রিন্সিপাল ডা.আবদুল করিম এ দাবী জানান।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পাহাড়তলী পরিত্যক্ত হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বছর আগে নির্দেশনা দিয়েছেন।
অথচ ধর্ম মন্ত্রণালয় আন্তরিক হলে তাদের নিয়ন্ত্রিত ইসলামিক ফাউন্ডেশন নির্মিত নতুন দুইটি বহুতল ভবনের একটি ব্যবহার করে পাহাড়তলী হাজী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস সহজে চালু করা যায়। কিন্তু ধর্ম মন্ত্রণালয় তা আমলে নিচ্ছে না। এতে চট্টগ্রামের হজযাত্রীগণ ভোগান্তি দিন দিন বাড়ছে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নেতৃদ্বয় চট্টগ্রামে হজ অফিস চালুকরণে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ অফিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ