বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুরফুরার হুজুর বলেন, যে কোনো খেদমতের জন্যে জাহেরী ও বতেনী মঞ্জুরীর প্রয়োজন, মৌকারা দরবার শরিফে দুটোই আছে। এটি আরো এগিয়ে যাবে। আমার মনে হচ্ছে, এটি যেন ছানি ফুরফুরা। এখানে এসে আমার মন ভরে উঠেছে। শুক্রবার রাতে মৌকারা দরবার শরিফের জামে মসজিদে আয়োজিত এক দুআ অনুষ্ঠানে ফুরফুরা শরিফের পীরে কামেল মুফতিয়ে আজম বাংলা ও আসাম, আলা হযরত মেজলা হুজুর [রহ.]-এর দৌহিত্র, মাসিক নেদায়ে ইসলাম পত্রিকার সম্পাদক আলহাজ মাওলানা সৈয়দ আজমত হোসাইন সিদ্দিকী আল কুরাইশি [মাদ্দাজিল্লাহুল আলি] এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের মুজাদ্দিদে জামানের নীতি-কর্ম-আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ্রকুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহীগ্ধ (প্রত্যেক বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল) প্রবাদটির উল্লেখ করে তিনি বলেন, সামান্য যোগাযোগ প্রতিষ্ঠিত হলে সকলেই ফুরফুরার দিকে ফিরে আসবে। আসলের সাথে যোগাযোগ-সম্পর্ক থাকতে হবে, তা ভুলে গেলে চলবে না। মোজাদ্দেদে জমান আবু বকর সিদ্দিকী আল-কুরাইশী (রহ.) উপমহাদেশে ইসলামের খেদমতে যে অসামান্য অবদান তুলে ধরেছেন, তার প্রচার না করলে বাতিলরাই শক্তিশালী হবে...। মুহতারাম শাহসাহেব হুজুর মৌকারা দারুসসুন্নাত নেছারীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ও আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আলহাজ মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ [মাদ্দাজিল্লাহুল আলি]-ও সভাপতিত্বে মৌকারা দারুসসুন্নাত নেছারীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদারসহ শিক্ষকমন্ডলী ও ছাত্রসালেকিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে ফুরফুরার হুজুর মৌকারা দরবার শরিফের মরহুম পীর সাহেব প্রখ্যাত সুফি ও মুহাদ্দিস আলহাজ মাওলানা শাহ মুহাম্মাদ অলীউল্যাহ [রহ.] মাজার জিয়ারত ও ক্যাম্পাস পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।