বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পোশাক শিল্পের যন্ত্রপাতি, ফেব্রিক্স, সুতাসহ বিভিন্ন উপকরনের পসরা বসেছিল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তিনদিনের গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ টেকনোলজি এক্সপোর পর্দা নেমেছে গতকাল শনিবার। এই প্রদর্শনীর মাধ্যমে আমদানী রফতানিকারকদের যোগাযোগের পাশাপাশি রপ্তানি বানিজ্য বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস পোশাক খাত। এই শিল্পের আধুনিক সব প্রযুক্তিসহ বিভিন্ন যন্ত্রাংশের পসরা বসেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
প্রদর্শনীর নাম, গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ টেকনোলজি এক্সপো। তৃতীয় এই আসরে নতুন প্রযুক্তির সাথে পরিচিতির পাশাপাশি বাড়তি সব সুযোগ ছিল উদ্যোক্তাদের জন্য। আর তাই গতকাল সরকারি ছুটির দিনে ভিড় চিল দর্শনার্থীদের। প্রদর্শনীতে তৈরি পোশাকের বিভিন্ন দেশের উপকরণ স্থান পেয়েছে। পাশাপাশি বাহারি রকমের অফিস স্টেশনারিও রয়েছে এখানে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করা সম্ভব বলে মনে করেন অংশগ্রহণকারীরা। আয়োজনে আসা বেশিরভাগ দর্শনার্থীই পোশাক খাতের সাথে জড়িত। তাদেরও প্রত্যাশা, এর মধ্যদিয়ে খুলবে ব্যবসার নতুন নতুন দ্বার। টেক্সেটেকে অংশ নেয় বিশ্বের ৬টি দেশের ৪০ টি প্রতিষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।