Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের মুক্তি -জমিয়ত মহানগর নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামের শ্রমনীতি অনুসরণেই শ্রমিক জনতার মুক্তি ও শান্তি নিহিত বলে মন্তব্য করেছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি বলেন, ইসলাম শ্রমিকের যে অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম তা দেয়নি।
একমাত্র ইসলাম প্রদত্ত শ্রমনীতিই মালিক ও শ্রমিক উভয়ের জন্য কল্যাণকর ও বরকতময়। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেলেই কলকারখানাসহ অন্যান্য বিভাগে উন্নতি ও সমৃদ্ধি আসবে। গতকাল বিকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর জমিয়তের উদ্যোগে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাওÑ ইসলামের এরকম ইনসাফপূর্ণ শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকদের অধিকারের জন্য আর আন্দোলন করতে হবে না। সৃষ্টি হবে না তাজরীন ফ্যাশন আর রানা প্লাজার মতো কোন ট্রাজেডি। তিনি বলেন, পুঁজিবাদী ও সমাজবাদীরা অত্যন্ত সুকৌশলে ১৪০০ বছর পূর্বে রাসূল (স.) প্রদর্শিত শ্রমনীতিকে ধামাচাপা দিয়ে ইসলামের কৃতিত্বকে মøান করার অপচেষ্টা হিসেবে মে দিবসের প্রবর্তন করেছে।
মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জমিয়তের যুগ্ম মহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা বশীরুল হাসান, মাওলানা তোফায়েল গাজালি প্রমুখ।
ইসলামী শ্রমিক সমাজ
২০ দলভুক্ত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব এডঃ বলেন, ইসলামী শ্রমনীতি জানা ও মানার মাধ্যমেই শিল্পোন্নত বাংলাদেশ নিহিত। তিনি বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ মাও. শওকত আমীন পীরসাহেব বি-বাড়ীয়ার সভাপতিত্বে মাও. আতহার আলী মিলনায়তনে অনুষ্ঠিত “শিল্পোন্নত দেশ গঠনে ইসলামী শ্রমনীতির ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, ইসলাম শুধু শ্রমিকের স্বার্থে কথা বলেনি বরং শ্রমিক ও মালিক উভয়ের মধ্যে বন্ধুত্বের তথা সাম্যের সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছে।
ইসলাম একদিকে মালিককে নির্দেশ দিয়েছে “তোমরা শ্রমিকদের পাওনা ঠিকমত পরিশোধ করবে। তেমনি শ্রমিকদের প্রতি নির্দেশ দিয়েছে কাজে মালিকদের ফাঁকি না দেয়ার।’’ বিশ্বনবী (সা:) বলেন, “শ্রমিকের ঘাম শুকিয়ে যাবার পূর্বেই তোমরা শ্রমিকের মজুরী পরিশোধ করবে।” মাওঃ রকিব বলেন, যে শ্রমিকদের রক্ত ঘামকে পুঁজি করে রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদÐ গঠিত হয়, শিল্প-প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পায়, সে শ্রমিকদের অবহেলা করার অধিকার রাষ্ট্রের বা ব্যক্তির নেই। শওকত আমীন বলেন, শ্রমিকদের পরিশ্রমে অর্জিত এদেশের টাকা অনেক মালিক বিদেশে বিলাসিতায় ব্যয় করেন।
নিজের দেশের ও শ্রমিকের কল্যাণে ব্যয় করে না। এটা ঈমানদার দেশপ্রেমিকের কাজ নয়। সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক সমাজের মহাসচিব শামসুল আলম, সহসভাপতি মাও. নূরুল হক ও মাওলানা মু. ইসমাইল বুখারী, সাংগঠনিক সম্পাদক মাও. আনোয়ার হোসেন আনসারী, মহানগর সভাপতি মাও.মোহাম্মদ হাসান ও সেক্রেটারী মাও. আলআমিন নেছারী, কেন্দ্রীয় সহকারী সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি ডা. হাফেজ সুলতানুল ইসলাম, ইসলামী শিক্ষক সমাজের আহŸায়ক ইসহাক সিরাজী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামের শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের মুক্তি -জমিয়ত মহানগর নেতৃবৃন্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ