Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা আসছে বলিউডের ব্যান্ড দল শংকর-এহসান-লয়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশে আসছেন বলিউডের জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন, এহসান নুরানী ও লয় মেন্দোনসা। তাদের ব্যান্ড দল শংকর-এহসান-লয় পারফর্ম করবে ঢাকার একটি মঞ্চে। ভারতীয় হাইকমিশন আয়োজিত দিওয়ালি কনসার্ট ২০১৮-এ গান করবেন তারা। আগামী ১৬ নভেম্বর রাত ৮টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকেটের মূল্য ১ ও ২ হাজার টাকা। টিকেট পাওয়া যাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও গুলশানের খাজানা রেস্টুরেন্টে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ ও বেঙ্গল গ্রুপ। বলিউডের অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শংকর-এহসান-লয়। ২০১১ সালে ঢাকায় আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তারা পারফর্ম করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শংকর-এহসান-লয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ