Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেড ও’কনর আর নিজেকে শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট করবেন না

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইসলাম ধর্ম গ্রহণ করার পর আইরিশ গায়িকা সিনেড ও’কনর টুইটারের মাধ্যমে জানিয়েছেন তিনি আর নিজেকে শ্বেতাঙ্গ মানুষদের সঙ্গে সংশ্লিষ্ট করতে আগ্রহী নন। ইসলাম গ্রহণ করার পর তিনি নাম বদলে হয়েছেন শুহাদা ড্যাভিট। তিনি টুইট করেন : “আমি দুঃখিত। আমি এখন যা বলব তা এমনই বর্ণবাদদুষ্ট যেমনটি আমার মন আগে কখনও ভাবেনি। “কিন্তু বাস্তবতা হল আমি আর কখনও আবার কখনও সাদা মানুষদের (যদি অমুসলিমদের তাই বলা হয়) সঙ্গে সময় কাটাতে চাই না। এক মুহূর্তের জন্য কোনও কারণেই নয়। তারা জঘন্য।” এর পরপরই তিনি মানুষের ঘৃণা প্রকাশের বক্তব্যের ওপর টুইটারের নিষেধাজ্ঞার সমালোচনা করেন। সিনেড (৫১) টুইট করেন : “বিষয়টি নিষিদ্ধ হয় কিতা তা দেখার বিষয় যেখানে ট্রাম্প আর মিলিব্যান্ড শয়তানী আবর্জনা এমনকি আমার দেশের ওপরও বর্ষণ করে চলেছে।” ও’কনর দীর্ঘদিন ধরেই ক্যাথলিক চার্চের সমালোচনা করে আসছেন। ১৯৯২ সালে তার ‘স্যাটারডে নাইট লাইভ’ পারফর্মেন্সের সময় তিনি পোপ দ্বিতীয় জন পলের ছবি ছিঁড়ে ঘৃণা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন বাইবেল এই যুগে অপ্রাসঙ্গিক। শ্বেতাঙ্গ এবং মুসলিম দুই পক্ষই তার সাম্প্রতিক টুইটের সমালোচনা করেছে, এর মধ্যে শ্বেতাঙ্গ মুসলমানও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ