Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অসহায় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভ‚মি) শুভাশীষ ঘোষের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসেন মজুমদারের পরিচালনায় বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা সাখাওয়াত গাজী, উপজেলা জেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান ঢ়ারী, জসিম উদ্দিন মুন্সি প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১০৪টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ৩১৪ বান্ডেল ঢেউটিন ও ৯ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, সরকারের ঢেউটিন ও নগদ অর্থ পাওয়ার পর অসহায় পরিবার গুলো গৃহনির্মাণ করে ভালোভাবে বসবাস করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ