Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার মান পরীবিক্ষণে রুয়েটে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল গঠন

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (রুয়েট)এর বিভিন্ন বিভাগে শিক্ষা ও গবেষণার মান আন্তজার্তিক মানে উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও পরীবিক্ষণের নিমিত্তে গঠন করা হয়েছে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল। নবগঠিত এই সেলের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইন্ডাষ্ট্রিায়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইইপি) বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেনকে। এছাড়া এই সেলের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদ উজ জামানকে।
নবগঠিত এই সেলের প্রথম পরিচিতি সভা গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রুয়েট সিন্ডিকেট সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশফিক আহমেদ, রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুস সোহবান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোঃ রফিকুল ইসলাম শেখ, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাজেদুর রহমান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোঃ শামীমুর রহমান, ভারপ্রাপ্ত কম্পোট্রলার মোঃ নাজিমউদ্দীন আহমেদ। সভা পরিচালনা করেন কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উজ জামান।
এই নয়া সেল গঠনের ব্যাপারে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ জানিয়েছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন হ্যাকেপ প্রকল্পের আওতায় এই সেল গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার মান পরীবিক্ষণে রুয়েটে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল গঠন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ