Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সা.)-এর শুভাগমন বিশ্ববাসীর জন্য রহমত

চট্টগ্রামে গাউসিয়া কমিটির স্বাগত র‌্যালি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল (শুক্রবার) নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছে নগর গাউসিয়া কমিটি। র‌্যালীর শুরুতে এক সমাবেশে বক্তাগণ বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অশেষ রহমত মহানবী হযরত মোহাম্মদ মোস্তফার (সাঃ) এ পৃথিবীতে শুভাগমন। মোবারক মাস হচ্ছে রবিউল আউয়াল। এ মাসের তাৎপর্য অপরিসীম। মহানগর সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। উদ্ভোধন করেন আনজুমানের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমানের জয়েন্ট সেক্রেটারী সিরাজুল হক, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনোয়ারুল হক, শাহজাদা ইবনে দিদার, মোসাহেব উদ্দিন বখতিয়ার।
বক্তব্য রাখেন মীর সেকান্দর মিয়া, সিরাজ উদ্দিন কন্ট্রাক্টর, সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ হোসেন, আজীজুল হক চৌধুরী, ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ সেলিম, আবু তাহের, ছালামত উল্লাহ, ছাদেক হোসেন পাপ্পু প্রমুখ। জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শুরু হয়ে র‌্যালীটি কাজীর দেউরী, নুর আহমদ সড়ক, জুবিলী রোড, নিউ মার্কেট কোতোয়ালী মোড় হয়ে লালদীঘি মোড়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাগত র‌্যালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ