Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুর্নবাসন ও জমি বরাদ্দের দাবি ট্যানারি শ্রমিকদের

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সাভারে চামড়া শিল্পনগরী স্থানান্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সব সংগঠনের সদস্যদের পুর্নবাসন ও জমি বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে শ্রমিকরা। একই সঙ্গে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গতকাল সকালে রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের আগে সেখানে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থার দাবি জানান তারা। এছাড়া, এ শিল্প সংশ্লিষ্ট সংগঠনের জন্য জমি বরাদ্দেরও দাবি জানানো হয়। ২০১২ সালে সাভারে ট্যানারি শিল্প সংশ্লিষ্ট সব সংগঠনকে জমি বরাদ্দের অনুমোদন দিলেও পরবর্তীতে তা বাতিল করে দেয় সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুর্নবাসন ও জমি বরাদ্দের দাবি ট্যানারি শ্রমিকদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ