Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মনোনয়নপত্রসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় কাগজ-পত্র চট্টগ্রাম এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার ভোরে নগরীর লাভ লেইনস্থ সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব কাগজ-পত্র এসে পৌঁছায়। এসব কাগজ-পত্রের মধ্যে রয়েছে মনোনয়ন পত্র, ফরম পূরণের নির্দেশিকা, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের ফরম, হলফনামা, নির্বাচনী আচরণ বিধিমালা। এসব কাগজ-পত্র রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে।
নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। বিজ্ঞপ্তি অনুসারে ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহীরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ