Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজর থাকবে সু চির ওপর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চলতি মাসেই দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। রোহিঙ্গা নিধন মোকাবিলায় ভূমিকা পালনে ব্যর্থ হওয়া আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়া সু চি এই সম্মেলনেও তোপের মুখে পড়তে পারেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। স¤প্রতি জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এছাড়া বেসামরিক সর্বোচ্চ নেতা অং সান সু চিরও সমালোচনা করে বলা হয়েছে রোহিঙ্গা নিধন ঠেকাতে নিজের নৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন তিনি। খবরে বলা হয়, আগামী ১১-১৫ নভেম্বর সিঙ্গাপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের বর্ষীয়ান ও সম্মানিত নেতা মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি রোহিঙ্গা সংকটের কারণে সু চির ওপর আস্থা হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা তাকে সমর্থন করি না। মাহাথির বলেন, আসিয়ানে আমাদের কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিধান নেই। তারপরও বলছি, এটা খুবই মারাত্মক। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর রোহিঙ্গা সংকট আসিয়ানের অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক কূটনীতিক ও মানবাধিকার কর্মীরা বলেছেন এতে করে আসিয়ানের গ্রহণযোগ্যতা ঝুঁকির মুখে পড়েছে। আসিয়ান মহাসচিবের সাবেক বিশেষ সহযোগী কাভি চোংকিতাভর্ন বলেন, রাখাইন সংকটে চুপ থাকলে আসিয়ানের ভাবমর্যাদা ক্ষুণ হবে। আসিয়ানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থান নেবে। তবে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম মিয়ানমারের পরমমিত্র। এছাড়া থাইল্যান্ডও সমর্থন দিচ্ছে তাকে। মিয়ানমারে নিযুক্ত সাবেক জাতিসংঘ কূটনীতিক রিচার্ড হর্সি বলেন, সিঙ্গাপুরে এই অঞ্চলের বাইরে থেকে অংশ নেওয়া নেতারা মিয়ানমার ইস্যুতে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেবেন। মার্কিন ভাইস প্রেসিডডেন্ট মাইক পেন্স, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রিমিয়ার লি কিকিয়াং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সু চি

১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ