Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির খানের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ মুক্তির থম দিনে বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রথমদিনে বক্স অফিসে সিনেমাটির মোট আয় ৫২ কোটি ২৫ লাখ রুপি। বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়। এর ফলে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো আমির খান অভিনীত সিনেমাটি। সালমানের সিনেমাটির প্রথমদিনের আয় ছিলো ৩৯ কোটি ৩২ লাখ রুপি। এছাড়াও ‘বাহুবলী টু’র (হিন্দি) ৪০ কোটি ৭৩ লাখ রুপি আয়ের রেকর্ড টপকে গেছে ‘থাগস অব হিন্দুস্থান’। যদিও মুক্তির পর সিনেমাটি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। তবে সিনেমাটির সাফল্য অনেকাংশে নির্ভর করছে দ্বিতীয় দিনের আয়ের ওপর।
কারণ প্রথম দিনের আয়ের বেশিরভাগ অর্থই এসেছিল অগ্রিম টিকেট বুকিং থেকে। ‘থাগস অব হিন্দুস্থান’ হিন্দি ভার্সন থেকে আয় করেছে ৫০ কোটি ৭৫ লাখ রুপি ও তামিল ও তেলেগু ভার্সনে মোট আয় ১ কোটি ৫০ লাখ রুপি। বিজয় কৃষ্ণা পরিচালিত বছরের অন্যতম আলোচিত সিনেমাটি দীপাবলি উপলক্ষে গত বৃহস্পতিবার মুক্তি পায়। বিগ বাজেটের মেগা অ্যাকশন সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেলো বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও মি. পারফেক্টশনিস্ট আমির খানকে। আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ