Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ফিরেই কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ৫:৪৩ পিএম

বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকার, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম বাতিল, সেনাবাহিনী মোতায়েনসহ ৭ দফা দাবিতে রাজশাহীতে জনসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করছে রাজপথে বিরোধী এই জোট। জনসভা থেকে তফসিল পিছিয়ে দেয়া এবং খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা না করলেও ঢাকায় ফিরে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে বৈঠক শেষে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। সাত দফা দাবি ও তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশন অভিমূখে পদযাত্রা, লংমার্চ, রোড মার্চ, সারাদেশে বিক্ষোভ, মিছিল, সভা-সমাবেশের মতো কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব।
বিএনপি সূত্রেও জানা যায়, রাজশাহীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে জাতীয় নেতৃবৃন্দ ঢাকায় ফিরলে শনিবার বৈঠকে বসবেন। সেখান থেকেই দাবি আদায়ে আগামী দিনে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ