Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি ফটিক মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর-টেক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি মোহাম্মদ ফটিক মারা গেছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আবদুল লতিফের ছেলে।


ফটিককে ভাই শহিদুল ইসলাম ফিটু জানান, বুধবার রাতে ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় গুলি করলে গুলিবিদ্ধ হন ফটিক। গুলিবিদ্ধ অবস্থায় ফটিক তার সহযোগিদের সহযোগিতায় বাংলাদেশে আসেন এবং গোপনে চিকিৎসা নেন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. এখলাসুর রহমান ফটিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে তারা জেনেছেন বিএসএফের গুলিতে মারা গেছেন ফটিক। এ নিয়ে বিজিবি-বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ