Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লংগদুতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ৯:৫৬ এএম

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের বার্স্ট ফায়ারে জেএসএস সংস্কারের (এমএন লারমা গ্রুপ) কালেক্টর বাইজ্যাবালা চাকমা ওরফে রাজা চাকমা (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে উপজেলার লংগদু ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাইজ্যাবালা লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার বীরেন্দ্রনাথ চাকমার ছেলে। তিনি ওই উপজেলার এমএন লারমা গ্রুপের কালেক্টর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রাতে বাইজ্যাবালা সংগঠনের কাজ শেষ করে একই ইউনিয়নের বান্দুরতলা গ্রামে শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন। এসময় প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে বাইজ্যাবালাকে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার জন্য স্থানীয় জেএসএস সংস্কার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। তবে স্থানীয় ইউপিডিএফ এ ঘটনার কথা অস্বীকার করেছে।
লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (পিপিএম) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসএস কর্মী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ