Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোপিং ফর দ্য বেস্ট, প্রিপায়েরিং ফর দ্য ওরস্ট

ধানমন্ডি কার্যালয়ে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

খালেদা জিয়াকে কারাগারে নেওয়ায় সংলাপের অগ্রগতি ব্যাহত হবে এমন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া হাসপাতালে থাকলেও তিনি প্রিজনার। তিনি জেলে থাকলে যা, চিকিৎসার জন্য বাইরে থাকলেও একই স্ট্যাটাস। সংলাপের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, উই আর হোপিং ফর দ্য বেস্ট, এন্ড প্রিপায়েরিং ফর দ্য ওরস্ট।
গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যায়ে দলের সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে চলমান সংলাপ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত করা সংবাদ সম্মেলন দুই-এক দিন পর করবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের
তিনি বলেন, সংলাপের মধ্য দিয়ে যে অসাধারণ কাজ করেছেন তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক। জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সংলাপে ছোটখাট দলকেও বাদ দেয়া হয়নি। এ পর্যন্ত ২৪টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত ব্যাখ্যা করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার কথা ছিল। যেহেতু আজই (গতকাল) তফসিল ঘোষণা করা হবে, সেজন্য দু-একদিন পরে প্রেস করফারেন্স করবেন নেত্রী। প্রধানমন্ত্রী এমনটাই আভাস দিয়েছেন। কাদের বলেন, বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) সময় মতো জানানো হবে। কবে, কোথায় সংবাদ সম্মেলন করা হবে। আমি প্রতিদিনই সংবাদ সম্মেলন করি, কাজেই এ বিষয়ে সিদ্ধান্ত বা অবস্থা পরিস্কার করবেন প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন, সংলাপের পর আমি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করি।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে টেকনোক্রেট কেউ থাকবে না। তবে বড় ছোট করা প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাদের বলেন, শিডিউল ঘোষণার পর আওয়ামীলীগের প্রার্থীরা আচরণবিধি মেনে চলবে। মন্ত্রী, সংসদ সদস্য সহ সবাইকে নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছি।
দলীয় মনোনয়ন ফরম বিতরণ সম্পর্কে কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরম বিতরণ ৯ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু করবে। আওয়ামী লীগ সভানেত্রীর এ রাজনৈতিক কার্যালয়ের পাশে যে এক্সটেনশন রয়েছে সেখানে ৮টি বুথ থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। আট বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তারা নিতে পারবেন। মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এছাড়া তাদের সাথে আরো কয়েকজন করে সদস্য থাকবেন। তিনি বলেন, শিডিউল ঘোষণার পর ফর্ম বিতরণের শেষ সময় জানানো হবে। গণসংযোগ অভিযান সারা বাংলাদেশে অব্যাহত থাকবে এবং আজ শিডিউল ঘোষণার পর তা আরো জোরদার হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ