Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএএফ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠে সমাপ্ত হয়েছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৭ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় শিরোপা লাভ করেছে এবং ৬ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার দল রানার্স-আপ হয়েছে। অপরদিকে ২০১৭ এবং ২০১৮ সালে অনুষ্ঠিতি বিভিন্ন প্রতিতযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দল সার্বিকভাবে বিজয়ী হয়েছেন।

ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক প্রধান অতিথি হিসেবে উপন্থিত থেকে চুড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ