Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রত্যয় ও প্রীতমের তৃতীয় জেনারেশনের অ্যালবাম থ্রিজি

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও প্রত্যয় খান। প্রথমজন প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে। দ্বিতীয় জন সংগীত পরিচালক রিপন খানের ছেলে। দুই সংগীতশিল্পীর দুই সন্তান এবার এক অ্যালবামে গান গাইলেন। অ্যালবামটির নাম থ্রিজি। প্রত্যয় খান বলেন, আমরা দুজন একসঙ্গে এবারই কোনো অ্যালবামে গান করেছি। অ্যালবামের পরিকল্পনাটি সুন্দর। এখানে আমরা দুজন দুই ধাঁচের গান করেছি। প্রীতম হাসান জানান, আমার গানগুলো কিছুটা কমার্শিয়াল ধাঁচের। তবে আমার নিজস্ব আঙ্গিক থেকে বের হয়ে গানগুলো করেছি। ভিন্ন ধরনের পরিকল্পনার কারণে প্রকাশের পর অ্যালবামটি ঘিরে শ্রোতাদের বাড়তি আকর্ষণ থাকবে বলে আশা করছি। অ্যালবামটির নাম থ্রিজি প্রসঙ্গে প্রত্যয় খান বলেন, থ্রিজি মানে তো থার্ড জেনারেশন, অর্থাৎ তৃতীয় প্রজন্ম। খালিদ হাসান মিলু ও রিপন খানের পরের প্রজন্ম তাদের বড় ছেলে প্রতীক হাসান ও হৃদয় খান। তাদের পর গানের জগতে নাম লেখালাম আমরা (প্রত্যয় ও প্রীতম) দুজন। সেটা ভেবেই অ্যালবামটির নাম রেখেছি থ্রিজি। অ্যালবামে দুজনের তিনটি করে মোট ছয়টি গান থাকছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি নিজেদের গানের সুর ও সংগীতায়োজন প্রত্যয় ও প্রীতম নিজেরাই করেছেন। জিয়াউদ্দিন আলমের আয়োজনে অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, জনি হক ও জিয়াউদ্দিন আলম। ঈগল মিউজিকের ব্যানারে থ্রিজি বাজারে আসবে শিগগিরই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যয় ও প্রীতমের তৃতীয় জেনারেশনের অ্যালবাম থ্রিজি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ