Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সময়ের সম্ভাবনাময়ী নায়িকা তানিন

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : চলচ্চিত্রে এখন একের পর এক নতুন নায়ক-নায়িকা আসছে। তাদের কেউ এসেই হারিয়ে যাচ্ছে, আবার কেউ নিজ যোগ্যতায় অবস্থান পাকাপোক্ত করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সায়মন তারিকের মাটির পরী সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে তানিনের যাত্রা শুরু। সিনেমাটি আহামরি ব্যবসা না করলেও, এতে তানিনের সম্ভাবনা প্রকাশিত হয়। ফলে তাকে নিয়ে নির্মাতারা সিনেমা নির্মাণে আগ্রহী হয়ে উঠছেন। গø্যামার এবং অভিনয়-এই দুইয়েল সমন্বয় তার মধ্যে দেখতে পান। ফলে তানিন চলচ্চিত্রে অনেকটা নিয়মিত হয়ে উঠছেন। এরইমধ্যে গত সপ্তাহে মাযহার বাবু’র পরিচালনাধীন ‘শেষ ভালোবাসা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে শূটিং করছেন ‘তুই আমার’ সিনেমার। এতে নায়ক সাইমনের বিপরীতে অভিনয় করছেন। তানিন জানান, এখন অভিনয় জীবনটা আমি দারুন এনজয় করছি। কাজের ভেতর আনন্দ খুঁজে পাচ্ছি। চলচ্চিত্র একটি বড় মাধ্যম। এখানে পথ চলা অনেক কঠিন। এ বাস্তবতা মেনে নিয়ে বুঝে শুনে নিজেকে তৈরি করছি। আমার বিশ্বাস, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারলে সফল হবোই। তানিন বলেন, অভিনয় আমি ভালোবাসি। তাই গল্পের সাথে যখন নিজেকে জড়িয়ে ফেলি, তখন প্রত্যেকটা সিকোয়েন্স নিজের জীবনের অংশ মনে হয়। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এদিকে তানিন দুই নায়ের মাঝি ও সাহসী অফিসার নামে দুটি সিনেমার কাজ শুরু করেছেন। দুটি সিনেমার চরিত্রই বেশ কঠিন বলে তানিন জানান। তবে কঠিন হলেও চরিত্র ফুটিয়ে তুলতে যতটুকু শ্রম দেয়ার প্রয়োজন, তাই করছেন। তানিন বলেন, গল্পে বাস্তবতা থাকলে, যতই কঠিন হোক অভিনয় করে শান্তি পাই। আমি সবসময়ই নিজেকে আলাদাভাবে তুলে ধরতে চাই। এদিকে তানিন শুধু একজন নায়িকাই নন, একজন কণ্ঠশিল্পীও। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে এখন একজন অভিনেত্রী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ সময়ের সম্ভাবনাময়ী নায়িকা তানিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ