Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আজহারউদ্দিনের কাছে ক্রিকেটে তিনমাসের প্রশিক্ষণ নিয়েছেন এমরান হাশমি

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

এমরান হাশমি জানিয়েছেন বাস্তব একটি চরিত্রের অভিনয় করা তার জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। অভিনেতাটিকে ‘আজহার’ চলচ্চিত্রে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ভ‚মিকায় দেখা যাবে। তিনি জানিয়েছেন কাল্পনিক চরিত্র রূপায়নে অভিনয়শিল্পীর কিছুটা সৃজনশীল স্বাধীনতা থাকে।
“চিত্রনাট্য ছাড়া যদি আর কোনও সূত্র না থাকে তাহলে শতভাবে চরিত্র রূপায়ন করা যায়, আর তার সবগুলোই সঠিক হতে পারে। আমি আজহারের ভক্ত ছিলাম। তার জীবনের নাটকীয়তা চলচ্চিত্রের জন্য এক দারুণ অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা আমি এ ধরনের স্তরবিশিষ্ট জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘আজহার’ চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রের জীবনের একটি প্রধান অধ্যায় তুলে ধরা হয়েছে। এটি তার জীবন থেকে ক্রিকেটকে ছিনিয়ে নিয়েছিল,” এমরান বলেন। জানা গেছে, খেলাটির সঙ্গে এমরান যতটা সম্ভব যাতে পরিচিত হতে পারেন সেজন্য আজহার তাকে তিন মাস ধরে প্রশিক্ষণ দিয়েছেন। “গড়ের চেয়ে মন্দ খেলোয়াড় থেকে আমি এখন ভালো খেলোয়াড়ে পরিণত হয়েছি,” অভিনেতাটি আরও বলেন। আজহার কাহিনীর জন্য এমন কিছু তথ্য দিয়েছেন যা এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছেও অজানা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজহারউদ্দিনের কাছে ক্রিকেটে তিনমাসের প্রশিক্ষণ নিয়েছেন এমরান হাশমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ