Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

ফেনীতে বিজিবি’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ফেনীস্থ-৪ বিজিবি’র সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনীস্থ-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম সিকদার, সরাইলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার উন নেছা শিউলী, অতিরিক্ত পুলিশ সুপার ফেনী সদর (সার্কেল) উক্য সিং, ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির।
এছাড়াও ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কর্মসূচীর মধ্যে ছিলো পতাকা উত্তোলন, বিশেষ দরবার, প্রীতিভোজ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ’র পরিবারকে উপহার প্রদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ