বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি ফি গতবারের চেয়ে ১০ শতাংশ বৃদ্ধি করে ৭৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, গতবছরে ভর্তি ফি ছিলো ৬৮৫০ টাকা। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি ফি ৬৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা করা হয়। এ বিষয়ে শাবি ভিসি বলেন, ২০১২ থেকে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, হিসেব করলে এবছর ২৪ শতাংশ ফি বৃদ্ধির কথা। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ১০ শতাংশে রেখেছি। এদিকে একাডেমিক কাউন্সিলের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অন্যায্য জানিয়ে বিবৃতি দিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্ট। বিবৃতিতে তারা বলেন, এই অতিরিক্ত ১০% ফি বৃদ্ধিও অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমরা শিক্ষার্থীদের নিয়ে গণআন্দোলন করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।