Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল রাজশাহীতে জনসভা

জাতীয় ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

রাজশাহী অভিমুখে জাতীয় ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল রাজশাহীতে তাদের জনসভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের সাথে আমাদের সংলাপ চলমান রয়েছে। আলোচনার সুযোগ আরও সুযোগ আছে। সংলাপ আমাদের আন্দোলনেরই অংশ। যে সমস্যা তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। সরকার যদি তা না চায়, তাহলে তার দায়ভার তাদের। আমরা আমাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি। তাই আমাদের রোডমার্চ স্থগিত হলেও ৯ তারিখে রাজশাহীতে জনসভা হবে।
রাজশাহী ব্যুরো জানায়, আগামীকাল শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করার অনুমতি পেয়েছে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ঐতিহাসিক মাদরাসা মাঠে সমাবেশের অনুমতি না দিয়ে মহানগরীর গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য পুলিশ অনুমতি দিয়েছে। অনুমতি পেয়েই শুরু হয়ে গেছে মাইকিং। চারদিকেইে ছড়িয়ে গেছে প্রচার মাইক।
সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। পরে এ নিয়ে বিএনপি নেতারা একাধিকবার রাজশাহী মহানগর পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাত করেন। গতকাল বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন। এরপর বিকালে পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়।
আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল মাদরাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্ত্বর এলাকার নাম লিখেছিল। কিছু শর্তে গণকপাড়া মোড়ে তাদের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ