Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোড মার্চ স্থগিত : জনসভা শুক্রবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ৭:২০ পিএম

বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সাত দফা দাবি আদায়ে রাজশাহী অভিমূখে রোড মার্চ স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালনের ঘোষণা ছিল। কিন্তু হঠাৎ করে আজ বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান রাজশাহী অভিমূখে রোড মার্চ স্থগিত করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার যেহেতু নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এজন্য এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৯ নভেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

 



 

Show all comments
  • শওকত আকবর ৮ নভেম্বর, ২০১৮, ৮:৩৮ এএম says : 0
    আজকের সংবাদ সম্মেলন অর্থবহ বার্তা বয়ে আসুক | রাজশাহীর রোড মার্চ স্থগিত করা বিএনপির দুটি লখ্খ হতে পারে ! প্রথমত আজকের সংবাদ সম্মেলন থেকে যদি তাদের দাবী আশানুরুপ প্রতিফলিত হয় | তা হলে হবে এক রকম আর যদি আশানুরুপ কোন ফল না আসে তবে তারা আন্দলনের পথে এগুবে | আমরা সাধারন মানুষ শান্তি চাই | আন্দলন নহে | আন্দলন হলেও তা যেন শান্তিপুর্ন হয় ||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ