Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেসিসি’র প্যানেল মেয়র মুন্না, টিপু ও সুফিয়া

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ৬:৩৫ পিএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু এবং তৃতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের সুফিয়া রহমান শুনু। আজ বুধবার দুপুরে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১ জন কাউন্সিলরের সবাই ভোট দেন। ভোট শেষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকালে কেসিসির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্যানেল মেয়রের তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় প্রথমে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রার্থী সমঝোতা প্রস্তাবে রাজি না হওয়ায় ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নিবাচিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ