Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার টিকিট পেলেন যারা

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ পঞ্চম ধাপের ২৮ মে অনুষ্ঠিতব্য ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলাধীন সকল ইউপির আ.লীগ প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থী ঘোষণার পর মনোনীত প্রার্থীদের অনুকূলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি বিতরণ করা হয়। গত চার দিন ধরে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছয় নেতার প্রস্তাব, তিন স্তরের জরিপ রিপোর্ট এবং তৃণমূল নেতাদের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এসব একক প্রার্থী চূড়ান্ত করা হয়। দলীয় মনোনীত প্রার্থীদের অনুকূলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেল ৪টার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবা উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, শেখ মখলুসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদকের বাসভবনে ওসমানীনগর এবং বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি বিতরণ করা হয়। ওসমানীনগর উপজেলায় ৮টি ইউনিয়নের নৌকার মাঝি হলেন, উমরপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের বলয়ের প্রবাসী মো. গোলাম কিবরিয়া, পশ্চিম পৈলনপুরে শেরওয়ান আহমদ, গোয়ালাবাজারে প্রবাসী পীর মো. মজনু মিয়া, প্রবাসী তাজপুরে অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে মো. আব্দুল হামিদ, উছমানপুরে মো. নেফা মিয়া, সাদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়াররুজ্জামান চৌধুরীর বলয়ের মুক্তিযোদ্ধা মো. কবির উদ্দিন আহমদ, বুরুঙ্গায় প্রবাসী মো. মকদ্দুছ আলী। বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন, পূর্ব পৈলনপুর ইউনিয়নে শফিকুর রহমান বলয়ের প্রবাসী মো. আব্দুল মতিন, বোয়ালজুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, পশ্চিম গৌরিপুরে প্রবাসী হাজী মো. আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরিপুর ইউনিয়নে হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউনিয়নে মো. আব্দুল মতিন ও দেওয়ানবাজার ইউনিয়নে আব্দুল কাদির খসরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকার টিকিট পেলেন যারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ