Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী লড়াইয়ের মাঠে ষাটোর্ধ্ব জিন্নাতুন

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষাটোর্ধ্ব বয়সী জিন্নাতুননেছা চামরুল ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে মহিলা সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম ঠাঁপাড়ার মৃত মছলিম উদ্দিন ম-লের স্ত্রী জিন্নাতুননেছা (৬৫) গত বুধবার উপজেলা নির্বাচন অফিসে চামরুলের ৩নং ব্লকে (৬, ৭ ও ৮নং ওয়ার্ড) সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৬ ছেলে ও ৩ মেয়ের জননী জিন্নাতুননেছা ‘দৈনিক ইনকিলাব’-কে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে জানান, তার সকল ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন। নাতি-নাতনি অনেক। তার এখন অবসর সময়। তাই ইচ্ছা জেগেছে জনগণের সেবা করার। ছেলেমেয়েদের মতামত নিয়েই এ বয়সে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লড়াইয়ে নেমেছেন। তিনি ৩টি ওয়ার্ডের তার সকল আত্মীয়স্বজন ও শুভাকাক্সিক্ষদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সকলের কাছ থেকেই জয়ের আশারূপ সাড়া পেয়েছেন। তিনি আশাবাদী জনগণ তার শেষ ইচ্ছা পূরণের জন্য নির্বাচিত করবেন এবং তিনিও নির্বাচনে জয়ে আশাবাদী। বাকি অবসর জীবনটি তিনি জনগণের সেবার মাঝেই কাটাতে চান। উল্লেখ্য, আগামী ২৮ মে উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনী লড়াইয়ের মাঠে ষাটোর্ধ্ব জিন্নাতুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ