Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট এক কলসি পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে
কাপ্তাই উপজেলার সর্বত্র বিশুদ্ধ পানির সঙ্কট চরমে। এক কলসি পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। দীর্ঘ বছর যাবৎ টিউবওয়েল মেরামত না করায় ক্ষুব্দ এলাকাবাসী। প্রচ- খড়তাপে পার্বত্যঞ্চলের নদী লেক, পাহাড়ি ঝর্ণা, কুয়ার পানি শুকিয়ে যাওযায় চরমভাবে বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। কাপ্তাই উপজেলার দুর্গমপাহাড়ি এলাকার লোকজন বিশুদ্ধ পানির জন্য সব চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। হরিণছড়া, ভাইবোনছড়া সুউচ্চ ভাঙ্গামুড়া, জাকির হোসেন সমিল এলাকা, এফআইডিসি টিলা, আফসারের টিলা, চিৎমরম বড়পাড়া, শিলছড়ি, বারঘোনাসহ বিভিন্ন এলাকার লোকজন বিশুদ্ধ পানি পান না করায় ইতোমধ্যে শরীরিক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এলাকার লোকজন ও ইউপি সদস্যগণ অভিযোগ করে বলেন, জনস্বাস্থ্য বিভাগ হতে এবং ইউপি হতে যে সকল রিংটিউবওয়েল দেয়া হয়েছে তা বছরের পর বছর অকেজো হয়ে পড়ে আছে। তাতে কোনো পানি উঠছে না। এলাকাবাসীর পক্ষ থেকে শতবার মেরামত করার পরও পানি পাওয়া যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার জন্যও এ পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। দুর্গমপাহাড়ি এলাকার ভাঙ্গামুড়া পাড়ার মংসুইপ্র মার্মা বলেন, এক কলসি বিশুদ্ধ পানি আনতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এছাড়া কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের পাশে একটি টিউবওয়েল ওপর নির্ভর করে কয়েক হাজার পরিবার চলে। একটু বিশুদ্ধ পানি নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা এবং রাত থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করতে থাকে বিভিন্ন এলাকার মানুষ। এক কথায় পানির জন্য কলসি, গ্লান, বোতলসহ বিভিন্ন পাত্র নিয়ে সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয়। আর এ পানির জন্য প্রায় সময় ঝগড়া-ফ্যাসাদ লেগে থাকে। তবুও একটু বিশুদ্ধ পানি চাই। এদিকে কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকার ফারুক, সেকান্দার হোসেন, তরিকউল্লা, আফসারসহ এলাকার লোকজন বলেন, দীর্ঘ বছর যাবৎ বিশুদ্ব পানি না পেয়ে নিজেদের উদ্যোগে একটি ডিপটিউবওয়েল বসানোর ব্যবস্থা করতে গেলে একটি সংস্থার লোকজন নিজস্ব ভূমি দাবি করে বিশুদ্ধ পানি উঠানোর কাজ বন্ধ করে দেয়। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ বলেন, এ মৌসুম এলেই পানির চরম সঙ্কট দেখা দেয়। তবে কিছু এনজিও বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট এক কলসি পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ