মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি বলেছেন, উপসাগরীয় আরব দেশগুলো সরাসরি হুমকির সম্মুখীন হলে মিসরের সেনাবাহিনি তাদের রক্ষা করবে। ইরানের বিরুদ্ধে মার্র্কিন অবরোধ আরোপ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে ইয়াওম ৭ সংবাদপত্র জানায়। সিসি বলেন, অস্থিতিশীলতা আমাদের সবার উপর প্রভাব ফেলে। কোনো দেশের অস্থিতিশীলতা আমাদেরকে ছাড় দেয় না।
মিসরে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে জোটবদ্ধ। দেশটি ইরাকের আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপে সউদী আরব, ইউএই ও বাহরাইনের সাথে যোগ দেয়।
সিসি বলেন, আমাদের আরব জনগণকে সতর্ক থাকতে হবে এবং এ অঞ্চল কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, আমরা সর্বতোভাবে আমাদের আরব ভাইদের পাশে আছি। যদি উপসাগরের নিরাপত্তা কারো দ্বারা সরাসরি হুমকির সম্মুখীন হয় তাহলে মিসরের জনগণ তাদের নেতাদেরও আগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এবং তাদের ভাইদের রক্ষায় সর্বশক্তি নিয়ে এগিয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।