নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারো বাফুফে সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হতে ‘বাঁচাও ফুটবল পরিষদ’-এর প্রার্থী কামরুল অশরাফ খান পোটন, এমপিকে ৩৩ ভোটে হারিয়েছেন তিনি। বহুল আলোচিত এবারের বাফুফে নির্বাচনে মোট কাইন্সিলর ১৩৪ জনের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে গত দুইবারের সফল সভাপতি কাজী সালাউদ্দিন পেয়েছেন ৮৩ ভোট এবং কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট। একটি ভোট বাতিল হয়েছে।
হেটেল রেডিসান ব্লু ওয়াটার গার্ডেনে উৎসবমুখর পরিবেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠত হয়। বার্ষিক সাধারন সভা (এজিএম) শেষে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ পর্ব। ১৩৪ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে আগামী চারবছরের জন্য বাফুফের নেতা নির্বাচন করেছেন। শনিবার সকাল ১১টায় এজিএম শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘন্টা দেরিতে শুরু হয়। যেখানে প্রতিপক্ষের আপত্তির মুখে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন হয়। আগামী বছরের প্রস্তাবিত বাজেটও অনুমোদন হয় এজিএমে। এজিএম শেষে ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটন এমপি বলেন, ‘অডিট রিপোর্ট নিয়ে আমরা সন্তুষ্ট নই। কারণ আইএফআইসি ব্যাংকের ঋণের অর্থ পরবর্তী কমিটির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। পরবর্তীতে আমাদের আপত্তির মুখে কাজী সালাউদ্দিনের কমিটি সেই ঋণের অর্থ নিজেদের ঘাড়ে নিতে রাজী হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের পাওনা টাকা দেয়ার অঙ্গীকার করতেও তারা বাধ্য হয়েছে।’ আট কোটি টাকা ব্যাংক লোনের ব্যাপারে বাফুফের নর্বনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সালাম মুশের্দী বলেন, ‘আট কোটি টাকা ফুটবল ফেডারেশনের লোন না। এটা আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচের সময় বেক্সিমকো নিয়েছিলো। সেখানে গ্যান্টার হিসেবে ফুটবল ফেডারেশনকে দেখানো হয়েছে। এই লোন বেক্সিমকোই পরিশোধ করবে।’ এসময় কাজী সালাউদ্দিন বলেন,‘এজিএম খুব ভালো হয়েছে। প্রতিপক্ষের নানা অভিযোগ সর্ম্পকে তিনি বলেন, এজিএমে দশটা-বারোটা প্রশ্ন উনারাই করেছেন। উনাদেরকে প্রশ্ন দেয়া হয়েছে। উনারাই উত্তর পেয়ে গেছেন। আমার দেখা মতে এর আগে এতো ঠান্ডাভাবে কোন এজিএমই শেষ হয়নি। আমি এতো সুন্দর এজিএম আমি আগে কখনো দেখিনি।’ আট কোটি টাকা ব্যাংক লোনের ব্যাপারে বাফুফের নর্বনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সালাম মুশের্দী বলেন, আট কোটি টাকা লোন না। এটা আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সময় বেক্সিমকো নিয়েছিলো। সেখানে গ্যান্টার হিসেবে ফুটবল ফেডারেশনকে দেখানো হয়েছে। এই লোন বেক্সিমকোই পরিশোধ করবে। এই লোন নিয়েই একাধিক প্রশ্ন করেছিলেন সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান।
দুই ঘন্টার এজিএম শেষে এই মুহূর্তে রেডিসনে নির্বাচন পরবর্তী পরিবেশ বিরাজ করছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছেন। যারা নির্বাচন সংশিংষ্ট নন তাদেরকে এলাকায় প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন চলছে সহ-সভাপতি পদের ভোট গণনা। পরবর্তীতে ১৫ সদস্যের ভোট গণনা শুরু হবে। এরপরেই তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবারের বাফুফের নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়ছেন কারমরুল আশরাফ খান। চার সহ-সভাপতি পদে এবার প্রার্থী হয়েছেন ১০জন। আর সদস্য পদে ১৫ পদের বিপরীতে প্রার্থী আছেন ৩২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।