Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাকৃবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd)ওই আসন বিন্যাস প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বছর মোট ১২৩০ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। মোট সিটের ১০ গুণ ১২৩০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার কথা থাকলেও একাধিক জনের সর্বনিম্ন জিপিএ ৯.৪২ একই হওয়ায় ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ১৬ টি কেন্দ্রের মোট ২৩৯ টি কক্ষে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর সকাল ১১ টায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি ভর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ