প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রতিষ্ঠার শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করছে। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে প্রতিভাবান কন্ঠশিল্পী সাদাত হোসাইনের ‘ব্যাথা’ শিরোনামের নতুন গান। ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এই গান। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সাদাত নিজেই আর সঙ্গীত পরিচালনা করেছেন মনি জামান। স্যাড-রোমান্টিক গল্পে, মুন্সীগঞ্জের দোহার গ্রাম এবং মৈনট ঘাটের বিভিন্ন মনোরোম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মান করেছেন খাইরুল পাপন। এতে মডেল হিসেবে দেখা যাবে ইভানা ও তালহা খানকে। আছে সাদাত হোসাইনের উপস্থিতিও। গানটি প্রসঙ্গে সাদাত বলেন, ‘গানটি আমি চেষ্টা করেছি যুগোপযোগীভাবে তৈরি করতে। এখনকার শ্রোতারা যে ধরনের গান শোনে আমার গানটিও সেই ধরনের। গানের গল্পের সাথে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি গতকাল ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গানটি শুনত পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।