পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ দুই দিনের সফরে গতকাল সোমবার ঢাকা এসেছেন। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আজ মঙ্গলবার ডাচ মন্ত্রী কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা নাগরিক ও আশ্রয় শিবিরের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করবেন। সন্ধ্যায় বাংলাদেশ থেকে মিয়ানমার যাবেন সিগরিড কাগ। সেখানে মিয়ানমারের নেত্রী অং সাং সুচিসহ সংশ্লিষ্টদের সঙ্গে চলমান সঙ্কট নিয়ে আলোচনা করবেন। ঢাকায় এসেই ডাচ মন্ত্রী সিগরিড কাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, উন্নয়নে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সফররত নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ। পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্যও বাংলাদেশের প্রশংসা করেছেন ডাচ মন্ত্রী। রোহিঙ্গা সংকট সম্পর্কে পূর্ণ ধারণা পেতে চায় নেদারল্যান্ড, এমনটা উল্লেখ করে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, এই সংকট সমাধানে ডাচ মন্ত্রী দুই দেশের নীতি নির্ধারক, সরকারের মন্ত্রী, আমলা, ক‚টনীতিক এবং সুশীল সমাজের সঙ্গে আলাপ করবেন। বাংলাদেশ সফরে ডাচ মন্ত্রী টেক্সটাইল কারখানা পরিদর্শন করবেন এবং এসব কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ বিষয়ে তার মনোযোগ থাকবে। ক‚টনৈতিক সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশের ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি ডেল্টা প্ল্যান একনেকে’র সভায় অনুমোদন পেয়েছে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।