Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ ও ছাত্রলীগের ২ মামলা : গ্রেফতার ৫

ব্যারিস্টার মইনুলের শুনানি ঘিরে সংঘর্ষ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুরের আদালতে নেয়ার সময় আদালত চত্ত্বরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। রোববার রাতেই কোতয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। ঐ রাতেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী কর্মকান্ড এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদর ওপর হামলার অভিযোগে মহানগর ছাত্রলীগের সদস্য আনিছুর রহমান আনিছ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে রোববার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির দশ নেতা-কর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন করে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, আদালতে ব্যারিস্টার মইনুলকে হাজির করার সংবাদে রোববার সকাল ৯টা থেকেই রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে অবস্থান নেয় আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালতে হাজির করার সময় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেই ব্যারিস্টার মইনুল হোসেনের উপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যারিস্টার মইনুলকে উপর্যপুরি জুতা ও ডিম নিক্ষেপ করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক দখলে নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি পন্থি আইনজীবীসহ কর্মী সমর্থকদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যারিস্টার মইনুল

৮ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ